সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত কানাই বাবু (৪৮) দক্ষিণ সুরমার শিববাড়ি পৈত্তপাড়ায় একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
রবিবার সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকাগামী আন্ত:নগর ট্রেন জয়ন্তিকার নিচে কাটা পড়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম।
কানাই বাবুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।