চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাপিতখালি গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধু উল্টে চামেলী বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীসহ আহত হয়েছে তিনজন।
রবিবার সকাল ৯টায় এ দুর্ঘটনা বলে বলে নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান।
আহতরা হলেন এসএসসি পরীক্ষার্থী মো. আনান (১৬) আলমসাধু চালক জাহাঙ্গীর আলম (৩৫) ও বেলু মিয়া (৩০)। তাদের দামুড়হুদার চিৎলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আবু জিহাদ মো. ফখরুল আলম খান জানান, নাপিতখালী মোড়ে আলমসাধুর পিছন দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেলে ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দামুড়হুদার চিৎলা হাসপাতা নেয়।
হাসপাতলের কর্তব্যরত মেডিকেল অফিসার শামিমা জানান, আহত চামেলী খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এছাড়া বাকীদের এখানেই চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব