ধর্ষণের অপরাধে পিরোজপুরে সুজন হোসেন (২৮) নামে একজন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস.এম জিল্লুর রহমান রবিবার দুপুরে এ আদেশ দেন।
যাবজ্জীবন কারাদণ্ড ভোগের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা পরিশোধ করতে হবে সুজনকে।
সুজন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার আতরখালি গ্রামের দেলাওয়ার হোসেনের ছেলে।
জানা যায়, ২০১০ সালের ১০ আগস্ট একটি প্রতিবন্ধী শিশুর মুখে ওড়না পেঁচিয়ে ধর্ষণ করেন সুজন। পরে সুজন হোসেনকে আসামী করে মামলা দায়ের করেন শিশুটির পিতা ।
বিডি প্রতিদিন/৫ মার্চ, ২০১৭/ফারজানা