নোয়াখালীর বেগমগঞ্জে পদোন্নতি, বেতন ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে আয়োজিত এই মানববন্ধনে উপজেলার ১৯২টি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বেগমগঞ্জ উপজেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
এসময় বক্তব্য রাখেন সমিতির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আব্দুল আলিম ভুঁইয়া সুজন, স্কাউট কমিশনার কাজী মমিন হোসেনসহ শিক্ষক নেতৃবৃন্দ।
এসময় বক্তারা অবিলম্বে বন্ধ থাকা সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষকদের পদোন্নতিসহ শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান, সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকদের এক ধাপ নীচে বেতন নির্ধারণ ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ক্রসপন্ডিং স্কেল দ্রুত বাস্তবায়ন দাবি করেন।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৭/মাহবুব