গাইবান্ধার দুইটি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় কেউই পাস করেনি। বিদ্যালয় দুটি হলো গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এবং সাঘাটা উপজেলার গরিদাহা উচ্চ বিদ্যালয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান।
জানা গেছে, গরিদাহা উচ্চ বিদ্যালয় থেকে এবার ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়—তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১০ জন এবং মানবিক বিভাগে ১৪ জন। কেউই পাস করেনি। ২০০০ সালে এমপিওভুক্ত হওয়া এ বিদ্যালয়ে বর্তমানে শিক্ষক ১২ জনসহ মোট ১৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
অন্যদিকে, বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসিতে পরীক্ষার্থী ছিল মাত্র ৬ জন, যারা সবাই মানবিক বিভাগের শিক্ষার্থী। ২০২২ সালে এমপিওভুক্ত এ বিদ্যালয়ে বর্তমানে ১০ জন শিক্ষকসহ মোট ১২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
গরিদাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শাহেদা বেগম বলেন, “এবারের প্রশ্ন ছিল অনেক কঠিন। এজন্য সবাই ফেল করেছে। সবাই এক বা দুইটি বিষয়ে অকৃতকার্য হয়েছে।” তিনি আরও জানান, “এখনও মার্কশিট হাতে আসেনি, তাই কে কোন বিষয়ে ফেল করেছে, তা বলা সম্ভব হচ্ছে না।”
বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসাইন বলেন, “এটি আমাদের প্রথম ব্যাচ। আমরা ২০২৩ সালের নভেম্বর মাসে বোর্ডের অনুমোদন পেয়েছি, আর মার্চে রেজিস্ট্রেশন শেষ হয়েছে। ফলে পরীক্ষার্থীর সংখ্যা কম এবং তাদের প্রস্তুতিও দুর্বল ছিল। ৬ জনের মধ্যে একজন গণিতে ফেল করেছে, বাকিরা দুই-তিনটি বিষয়ে ফেল করেছে।”
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান বলেন, “একটি বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী ফেল করাটা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে বোর্ড থেকে নোটিশ দেওয়া হবে। আমরা সংশ্লিষ্ট বিদ্যালয়প্রধান ও ফেল করানো বিষয়ের শিক্ষকদের ব্যাখ্যা দিতে বলব।”
বিডি প্রতিদিন/আশিক