ময়মনসিংহের ত্রিশালের সাখুয়া ইউনিয়নের শেখ বাজার গ্রামে বড় ভাই আব্দুল হাইয়ের (৫০) কাঁচির আঘাতে ছোট ভাই মোবারক হোসেন (৪৫) খুন হয়েছেন। সোমবার সকাল ৯ টার দিকে কাঁচি দিয়ে পেটে আঘাত করলে দিবাগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
স্থানীয় এলকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে ওই দুই সহোদর ভাই ধান কাটছিল। ধান কাটা শেষে ধানের ভাগাভাগি নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই আব্দুল হাই তার হাতে থাকা কাঁচি দিয়ে ছোট ভাই মোবারক হোসেনকে পেটে আঘাত করে। এসময় স্থানীয় এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান। নিহত মোবারক সাখুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ছিলেন।
বিডি প্রতিদিন/২ মে ২০১৭/হিমেল