ময়মনসিংহের গফরগাঁওয়ে মাথাবিহীন এক অজ্ঞাত (৩২) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামের রাওনা খাল থেকে ভাসমান অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়। পরে বিকেল সোয়া তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়মনাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে।
গফরগাঁও থানার ওসি একে এম মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত ওই যুবককে কুপিয়ে এবং গলাকেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মৃত দেহটির মাথা, ডান হাতের বৃদ্ধাঙ্গুলসহ ৩টি আঙ্গুল এবং বাঁ পায়ের আঙ্গুল নেই। পায়ে ও উড়ুতে উপর্যপুরি কোপানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে দুপুর ২টার দিকে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলামের নেতৃত্বে মাথাবিহীন অর্ধগলিত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে অন্তত তিন থেকে চার দিন আগে।
বিডি প্রতিদিন/২ মে ২০১৭/হিমেল