খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি হওয়া এক অজ্ঞাত নারী নিয়ে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ৩০ এপ্রিল কয়েকজন যুবক মাথায় আঘাতপ্রাপ্ত বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করে উদাও হয়ে যায়। এরপর থেকে হাসপাতাল কর্তৃপক্ষের নজড়দারিতে চিকিৎসা চলছে তার। অজ্ঞাত এই নারী কথা বলতে পারছেন না। প্রায় অজ্ঞান হয়ে পড়ছেন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আর এমও ড. নয়নময় ত্রিপুরা জানান, রোগীর মাথায় আঘাতের চিহ্ন আছে। কয়েকজন যুবক বৃদ্ধাকে রেখে চলে যায়। এরপর থেকে আর কেউ খোঁজ নিতে আসেনি। বৃৃদ্ধাও নিজের কোন পরিচয় দিতে পারছেন না বলেও জানান তিনি। তিনি আরও জানান, এ রোগীর কোন অভিভাবক কিংবা আত্মীযস্বজন খোঁজ করলে খাগড়াছড়ি সদর হাসপাতালের আর এমও ড.নয়নময় ত্রিপুরার সাথে যোগাযোগের জন্য বলা হলো।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৭/মাহবুব