নীলফামারীতে শিশু একাডেমির আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত গ্রুপে চ্যাম্পিয়ন হয় নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং ৯ম ও ১০ম শ্রেণিপর্যন্ত গ্রুপে চ্যাম্পিয়ন হয় নীলফামারী সরকারী বালক উচ্চ বিদ্যালয়।
মঙ্গলবার শিশু একাডেমি মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো' জাকীর হোসেন। এসময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল উপস্থিত ছিলেন।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, বিতর্কের বিষয় ছিলো “তথ্য প্রযুক্তি বাংলাদেশের একমাত্র উন্নয়নের সম্ভাবনা”। লাইব্রেরী শক্তিশালী করণের জন্য অটোমেশন ও ডিজিটাইজেশন শীর্ষক প্রকল্পের আওতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৭/মাহবুব