পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সিরডা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করেছে। আগত পর্যটকদের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে পর্যটন মোটেল হলিডে হোমস মিলনায়তনে এর কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেব মোল্লা। সিরডা’র নির্বাহী পরিচালক এস এ জলিল হিরুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এম এ মান্নান, সিরডা’র প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মিহির কান্তি শীল, ক্যাম্প প্রতিষ্ঠাতা মাওলানা আ.মান্নান প্রমুখ।
কুয়াকাটায় আগত পর্যটকরা প্রতিদিন সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এ ক্যাম্প থেকে বিনামূল্যে রক্তচাপ এবং রক্তের গ্লুকোজ পরিমাপের সুযোগ পাবেন বলে স্বেচ্ছাসেবী সংগঠন সিরডা সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/২ মে ২০১৭/হিমেল