চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা হলেন নওগাঁ জেলার বলিহার এলাকার সেলিম এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রাম কলেজ মোড় এলাকার মোজাম্মেল হকের ছেলে তানজিরুল হক।
জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে নাচোল উপজেলার হাজীডাঙ্গা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নওগাঁগামী একটি বাসের চাপায় ওই বাসের হেলপার সেলিম মারা যান। অন্যদিকে বেলা ১২টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর কলেজ মোড় এলাকায় একটি ট্রাক্টরের নিচে চাপা পড়ে তানজিরুল মারা যান।নাচোল ও গোমস্তাপুর থানা পুলিশ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৭/মাহবুব