সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলা দ্রুত বিচার আদালতে স্থানান্তর, খুনিদের ফাঁসি, অবৈধ অস্ত্র উদ্ধার ও জামিনপ্রাপ্ত আসামির জামিন বাতিল ও সকল আসামিদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি দ্রুত চার্জশিট প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে করা হয়েছে। এসময় উপস্থিত সাংবাদিক ও নিহতের পরিববারের সদস্যরাসহ সকলেই শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুসহ সব আসামিদের ফাঁসির দাবি জানান।
মঙ্গলবার শাহজাদপুর প্রেসক্লাবের উদ্যোগে মনিরামপুর বাজারে এ কর্মসূচি পালন করা হয়। শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, সাংবাদিক আমিনুল ইসলাম খান রানা, গোলাম মোস্তফা রুবেল, হাসানুজ্জামান তুহিন, আবুল কাশেম,আবুজাফর লিটন, আলামিন হোসেন, শফিকুল ইসলাম ফারুক, নিহত শিমুলের মামা আব্দুল মজিদ মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৩ এপ্রিল শিমুল হত্যা মামলার অন্যতম আসামী নাসির উদ্দিনের উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। কিন্তু জামিননামায় ত্রুটি থাকায় সিরাজগঞ্জ কারা কর্তৃপক্ষ তা সংশোধনের জন্য শাহজাদপুর আমলী আদালতের মাধ্যমে উচ্চ আদালতে পাঠিয়েছেন। এছাড়াও মেয়র মীরুর ছোট ভাই হাসিবুল হক পিন্টু জামিনে বের হয়েই মোবাইলে সাংবাদিকসহ বিভিন্ন প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন।
প্রসঙ্গত, ২রা ফেব্রুয়ারি পেশাগত দায়িত্বপালন কারলে সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হয়। পরদিন ঢাকায় নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় নিহত শিমুলের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টুসহ ১৮ জনের নাম উল্লেখ করে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৭/মাহবুব