নেত্রকোনা সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক ওমর ফারুকের উপর হামলার প্রতিবাদে হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছে শিক্ষক পরিষদ ও ছাত্র সমাজ। আজ দুপুর আড়াইটার দিকে সাতপাই নেত্রকোনা সরকারি কলেজ চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন শিক্ষক ও ছাত্র সমাজ।
মিছিলটি শহর প্রদক্ষিণ করে ছোট বাজারস্থ শহীদ মিনারের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করে। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করে এবং পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করে।
এতে জেলার শিক্ষক পরিষদ, বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। অপরাধীদের দৃষ্টান্তমূল শাস্থির দাবী জানান বিক্ষোভ কারীরা। এসময় তারা বলেন, যতক্ষণ পর্যন্ত না এই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হবে, ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে।
এসময় বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, উপাধক্ষ্য প্রফেসর সিরাজুর ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ননী গোপাল সরকার, শিক্ষক পরিষদের সম্পাদক বিধান মিত্র, গোলাম মোস্তফা, মহিলা কলেজের সহাকারী অধ্যাপক রশীদ আহমেদ তালুকদার, এন আকন্দ আলীয়া কামিল মাদ্রাসার সরহাকারী অধ্যাপক মোঃ গোলাম ফারুক, শাহ সুলতান কলেজের কামরুজ্জামান চৌধুরী, মোহনগঞ্জ কলেজের জোবেরী আলম, মদন কলেজের হারাধন সরকার প্রমুখ।
উল্লেখ্য, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত রবিবার দুপুরে সরকারি কলেজে ঢুকে প্রভাষক ওমর ফারুককে মারধর করে আহত করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ শাকিব হাসান ও তার দুই বন্ধু। এ সময় ওমর ফারুক পদার্থ বিদ্যা বিভাগের নিজ কার্যালয়ে কাজ করছিলেন। পরে শিক্ষকের আর্ত্মচিৎকারে ছাত্র শিক্ষকরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে এ ঘটনায় ওমর ফারুক বাদী হয়ে শাকিব ও তার পিতাসহ ৪ জনকে আসামী করে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন।
শাকিব সাতপাই এলাকার অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ওবায়দুর রহমানের ছেলে। শিক্ষক ওমর ফারুক সেই বাসায় কয়েকমাস ভাড়া থেকেছেন। গত শনিবার বাসাটি ছেড়ে দেয়ার সময় মালিকের সংগে সামান্য নষ্ট হয়ে যাওয়া জিনিস নিয়ে তর্ক হয়। বিরোধ না বাড়িয়ে তিনি সেই জিনিদের দাম দিয়ে আসেন মালিকের হাতে।
বিডি প্রতিদিন/২ মে ২০১৭/হিমেল