দিনাজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ট্রাক্টর চালক ও নশিমন যাত্রী নিহত হয়েছে। দিনাজপুরের নবাবগঞ্জের লটকুমারী নামক স্থানে আশুড়া নদীর পুলের উপরে উঠার সময় ট্রাক্টর উল্টে তার নিচে চাপা পড়ে চালক হাসিবর এবং বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোঃ শাহিন ইসলাম নামে এক নছিমন যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জে লটকুমারী নামক স্থানে এবং সকাল ৯টার দিকে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউপির বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের কদমতলী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাসিবর রহমান (৪০) নবাবগঞ্জের গোলাপগঞ্জ ইউপির হরিপুর (খাটাংপাড়া) গ্রামের দুদু মিয়ার ছেলে এবং মোঃ শাহিন ইসলাম (৩০) বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউপির চকমোহনপুর গ্রামের মোঃ দুলাল হোসেনের ছেলে।
বীরগঞ্জের ভোগনগর ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম জানান, সকালে বীরগঞ্জ সদরে খড় বিক্রয় করে নছিমনে বাড়ি ফিরছিলেন ভোগনগর ইউপির চকমোহনপুর গ্রামের মোঃ দুলাল হোসেনের ছেলে মোঃ শাহিন ইসলাম। পথে পীরগঞ্জ হতে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের কদমতলী ব্রীজ এলাকায় অতিক্রম করার সময় নছিমনটিকে ধাক্কা দেয়। এ সময় নছিমনে থাকা মোঃ শাহিন ইসলাম পাকা সড়কে ছিটকে পড়ে যায়। পরে বাসটি তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই সে মারা যায়। বিক্ষুদ্ধ জনতা ঘটনার পর প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখে। বীরগঞ্জ থানার এসআই মোঃ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে, মঙ্গলবার দুপুরে হাসিবর নিজের ট্রাক্টরে করে মাঠ থেকে নিজের ধান বহন করে বাড়ীতে নিয়ে আসার সময় লটকুমারী নামক স্থানে আশুড়া নদীর পুলের উপরে উঠার সময় ট্রাক্টর উল্টে তার নিচে চাপা পড়ে। সেখান থেকে তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় সে মারা যায়।
বিডি প্রতিদিন/২ এপ্রিল ২০১৭/হিমেল