টাঙ্গাইলের মির্জাপুরে ঘরের আড়ার সাথে একই রশিতে গলায় ফাঁস নিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গাড়ি চালক রাশেদুল ইসলাম খান (২৪) ও তাঁর স্ত্রী সুমি বেগম (১৯)।
পুলিশ ও এলাকাবাসী জানান, প্রায় চার মাস আগে রাশেদুল ও সুমি বেগম ভালোবেসে বিয়ে করেন। তাদের মধ্যে কোন প্রকার দাম্পত্য কলহও ছিলনা। গ্রামবাসী সোমবার দুপুরে তাঁদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখেন। এসময় কোন সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা বাইরে থেকে দরজা ভেঙে ভেতরে ঢুকে একই রশিতে দুজনের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এস আই) মিজানুর রহমান তাঁদের আত্মহত্যার কারণ জানাতে পারেননি। তবে দু’জনের মরদেহ ঘরের আড়ার সাথে একই রশির দুই পাশে ঝুলন্ত ছিল বলে তিনি উলেখ করেন।
বিডি প্রতিদিন/২ মে ২০১৭/হিমেল