ঝালকাঠিতে পদোন্নতি ও বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার বেলা ১১টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সামনের সড়কে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক মিক্ষক সমিতির সভাপতি মো. হাসান ইমাম নান্নু, সাধারণ সম্পাদক মুহম্মদ আবু সুফিয়ান প্রমূখ। মানবন্ধন কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান ও ভাইস-চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী।
মানববন্ধনে বক্তারা বন্ধ থাকা সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতি চালু করণ এবং সহকারী শিক্ষকদের ১১তম ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডসহ করেসপন্ডিং স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি জানান। মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন সরকারি প্রথমিক বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২ মে ২০১৭/হিমেল