বাগেরহাটের মংলায় প্রেমের সম্পর্ক অস্বীকার করায় এক কলেজ ছাত্রীকে হাতুড়ি পেটা করেছে প্রেমিক। রবিবার রাতে মংলার চঁদপাই ইউনিয়নের কালিকাবাড়ীর এলাকায় এ ঘটনা ঘটে। হাতুড়ি পেটায় গুরুতর আহত কলেজ ছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কর হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মংলার দক্ষিণ কাইনমারীর মন্টু ঘোষের ছেলে অসিম ঘোষকে (২৮) আটক করে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মংলার চাঁদপাই ইউনিয়নের কালিকাবাড়ীর জনৈক ব্যক্তির কলেজ পড়ুয়া মেয়ে ও দক্ষিণ কাইনমারীর মন্টু ঘোষের ছেলে অসিম ঘোষের (২৮) মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। কলেজ ছাত্রী হঠাৎ করে দীর্ঘদিনের এ প্রেমের সম্পর্ক অস্বীকার করায় প্রেমিক মিন্টু ক্ষিপ্ত হয়ে গত রবিবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সাথে থাকা হাতুড়ি দিয়ে অসিম ওই ছাত্রীর মাথায় মারাত্মক আঘাত করতে থাকে। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অসিম দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ রাতেই অসিমকে আটক করে।
মোংলা থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান জানান, কলেজ শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় অভিযুক্ত অসিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অহত ছাত্রী খুলনার রুপসা ডিগ্রী মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীর ছাত্রী। আর অসিম ওই কলেজ ছাত্রীর পিতার কাছ থেকে জমি লিজ নিয়ে তাদের বাড়ির সামনেই চিংড়ি ও কাকড়ার চাষ করে আসছিল।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৭/মাহবুব