বগুড়া শহরের নবাববাড়ী রোডস্থ জেলা বিএনপি কার্যালয় চত্বরে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে কেককাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, লাভলী রহমান, বিএনপি নেতা পরিমল চন্দ্র দাস, শাহ মেহেদী হাসান হিমু, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল, মোশারফ হোসেন স্বপন, শহিদুল ইসলাম, আব্দুর রহিম পিন্টু, নাজমা আক্তার, স্বেচ্ছাসেবকদলের সুরাইয়া জেরিন রনি, ফারুকুল ইসলাম ফারুক, মাসুদ রানা, বুলবুল, হাসানুজ্জামান পলাশ, জেম্স প্রমুখ। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ভিপি সাইফুল। এর আগে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
বিডি প্রতিদিন/২ মে ২০১৭/হিমেল