বগুড়া শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালান্দা গ্রাম থেকে র্যাব-১২ সদস্যরা ৩৪ কেজি ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে শেরপুরের বালান্দা গ্রামের একটি পুকুর পাড়ের টিনশেডের বাড়ির পাশ থেকে কষ্টি পাথরের মূর্তিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
স্পেশাল কোম্পানী, র্যাব-১২, বগুড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান (পিএসসি) জানান, উল্লেখিত স্থানে কষ্টি পাথরের মূর্তি বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে মূর্তিটি ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কালো রঙের মূর্তিটি কষ্টি পাথরের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। প্রায় ৩৩ ইঞ্চির লম্বা মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। মূর্তিটি উদ্ধারের পর শেরপুর থানায় হস্তান্তর করার পক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/২ মে ২০১৭/হিমেল