নোয়াখালীর সদর উপজেলায় পিকআপের চাপায় শাহিন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সোনাপুরের মতিপুর গ্রামে এসড়ক দুঘর্টনা ঘটে। নিহত শাহীন নোয়াখালী পৌরসভার মতিপুর গ্রামের ফারুক হোসেন এর ছেলে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সন্ধ্যার সময় শিশু শাহীন তার বন্ধুদের সাথে খেলা শেষ করে বাড়ির দিকে যাওয়ার পথে দ্রতগামি একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করে।
বিডি প্রতিদিন/২ মে ২০১৭/হিমেল