টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইলে যাত্রীবাহি বাস উল্টে খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০জন বাস যাত্রী। এখনো পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। মৃত্যের সংখ্যা বাড়তে পারে।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুনগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘাটাইল থানার ওসি কামাল হোসেন ও প্রত্যক্ষদর্শী জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর গামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহি বাস গুনগ্রাম বাসষ্ট্যান্ডের কাছে পৌছলে হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ওই বাসের সাতজন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর পরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোজনের সহায়তায় উদ্ধার কাজ শুরু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।