চট্টগ্রামে মাদকের আখড়া 'বরিশাল কলোনি'র বিভিন্ন স্থানে মাটির নিচে পুঁতে রাখা ১১ বস্তা ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। বুধবার বুধবার ভোরে রেল স্টেশন সংলগ্ন ওই কলোনিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত উপ-কশিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টা থেকে নগর পুলিশের শতাধিক সদস্য নয়টি দলে ভাগ হয়ে অভিযান চালায়। অভিযানে কলোনির বিভিন্ন স্থানে মাটির নিচে পুঁতে রাখা ১১ বস্তা ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাটি খুঁড়ে বিশেষ কৌশলে ড্রাম বসিয়ে ফেন্সিডিলগুলো রাখা হয়েছিল। ওই রকম ৪টি গর্ত থেকে ১১ বস্তা ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, অভিযানে শতাধিক পুলিশ সদস্য অংশ নেয়। ওই বস্তাগুলোতে কী পরিমাণ ফেন্সিডিল আছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সংখ্যাটা যে প্রচুর হবে তাতে কোনো সন্দেহ নেই। এসময় কাউকে করতে পারেনি পুলিশ।
বিডি প্রতিদিন/ ০৩ মে ২০১৭/আরাফাত