ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের একজনকে আটক করেছে র্যাব-৮। বুধবার সকালে তাকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় কিশোরী মাইমনাকে (১৬)।
ফরিদপুর র্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার রইছউদ্দিন জানান, গত ২১ এপ্রিল শহরের হাবেলী গোপালপুর এলাকা থেকে মাইমনাকে অপহরকারীরা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। গোপন সংবাদের ভিক্তিতে সকালে বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহরণকারী সামিরুল শেখকে আটক করা হয়।
পরে উদ্ধার করা হয় অপহৃত মাইমনাকে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অপহরণকারী সামিরুল শেখকে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সামিরুল ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের মোহাম্মদপুর তালতলা এলাকার জামাল শেখের ছেলে।
বিডি প্রতিদিন/০৩ মে ২০১৭/আরাফাত