রাজধানীর এলিফ্যান্ট রোডে বিদ্যুৎস্পৃষ্টে কারখানার শ্রমিক ফোরকান আলীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বরিশালের ফোরকান থাকতেন সাভারের আমিন বাজার এলাকায়।
সহকর্মী মনির হোসেন জানান, ২৭৪/৩ এলিফ্যান্ট রোডের ডিসেন প্রিন্টিং অ্যান্ড প্যাকেটিং নামে একটি ছাপাখানায় কাজ করেন তারা। সকালে কারখানায় কাজ করার সময় মেশিনের সংস্পর্শে ফোরকান বিদ্যুতায়িত হয়। এসময় অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/০৩ মে ২০১৭/আরাফাত