নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রাম গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে রাকিব হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাকিব জামগ্রাম গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। বুধবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে রাকিব ধান কাটতে বাবার সঙ্গে মাঠে যায়। এক পর্যায়ে খেলতে গিয়ে পাশের গভীর নলকূপের গর্তে পড়ে যায় রাকিব। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে তার লাশ উদ্ধার করে। তার মরদেহ আত্রাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৩ মে ২০১৭/আরাফাত