সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কোস্টগার্ড সদস্যরা ৫১ কেজি হরিণের মাংস জব্দ করেছে। এসময় কোনো হরিণ শিকারিকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা।
বুধবার ভোরে সুন্দরবনের কালিরখাল নামকস্থান থেকে মাংসগুলো উদ্ধার করা হয়।
আংটিহার কোস্টগার্ডের পেটি অফিসার হামিদুর রহামান জানান, সুন্দরবনে শিকারিরা হরিণ শিকার করছে-এমন সংবাদের ভিত্তিতে কালিরখাল এলাকায় অভিযান চালানো হয়। এসময় কোস্টগার্ডের সদস্যরা টেরে পেয়ে মাংস ফেলে রেখে পালিয়ে যায়। এসময় সেখান থেকে ৫১ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/০৩ মে ২০১৭/আরাফাত