সাতক্ষীরা শহরের মহিলা কলেজ রোডস্থ এক আওয়ামী লীগ নেতার বাড়ির সামনে থেকে চোরাই ২০ টন পাথর উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বুধবার ভোরে এসব পাথর উদ্ধার করা হয়।
দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ভারত থেকে চোরাপথে বিভিন্ন সময় পাথর নিয়ে এসে ওই আওয়ামা লীগ নেতার বাড়িতে মজুত করে রাখা হয়। পাথর পাচারের সঙ্গে ওই আওয়ামী লীগ নেতাসহ আরো কয়েকজন দীর্ঘদিন এ কারবার করে আসছেন। পাথর রাতে ট্রাক ভর্তি করে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় বিজিবি সদস্যরা ট্রাকটি আটক করে। এসময় ওই বাড়ির মালিক ও চালক পালিয়ে যায়।
৩৮-বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন জানান, বিভিন্ন সময় চোরাপথে নিয়ে এসে পাথরগুলো মজুত করে রাখা হয়েছিল। পাথরগুলো ট্রাকভর্তির সময় বিজিবি সদস্যরা গোপনে জানতে পারে। এসময় মহিলা কলেজের সামনে থেকে প্রায় ২০ টন পাথরসহ একটি ট্রাক আটক করা হয়। ট্রাকের চালক এসময় পালিয়ে যায়। গভীর রাত পর্যন্ত পাথরের কোনো মালিককে পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/ ০৩ মে ২০১৭/আরাফাত