নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ডালিম মিয়া (৩০) নামে সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। বুধবার ভোরে আড়াইহাজার-ভুলতা সড়কের ঝাউগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ডালিম উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের সুন্দর আলীর ছেলে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, প্রতিদিনের মতো বুধবার ভোরে মাছ ব্যবসায়ীদের নিয়ে ঢাকা যাচ্ছিলেন ডালিম। পথিমধ্যে উপজেলার ঝাউগড়া এলাকায় আড়াইহাজার-ভুলতা সড়কে দুর্বৃত্তরা তার অটোরিকশাটি গতিরোধ করে অটোরিকশা ছিনিয়ে নিতে চায়। এসময় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
বিডি প্রতিদিন/ ০৩ মে ২০১৭/আরাফাত