ঝিনাইদহ জেলা বিএনপির প্রতিনিধি সভায় বিক্ষুব্ধ নেতা কর্মীদের হামলায় ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে । এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে পৌর কমিউনিটি সেন্টারে।
কিছুক্ষণ বন্ধ থাকার পর প্রতিনিধি সভা আবার শুরু হয়েছে। কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান আসাদের সর্মথকদের সভাস্থলে ঢুকতে মসিউর রহমানের সমর্থকরা বাধা দিলে এ হামলার ঘটনা ঘটে।
আজ সকাল ১১ টার দিকে জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানের সভাপতিত্বে পৌর কমিউনিটি সেন্টারে প্রতিনিধি সভা শুরু হয়। এর পর সভার সভাপতি স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি সূচনা বক্তব্য শেষ করার পর পরই আসাদ সর্মথকরা সভাস্থলে ঢোকার চেষ্টা করলে মসিউর রহমানের সমর্থকরা মূল ফটকে বাধা দেয়। এতে বিক্ষুব্ধ হয়ে আসাদ সমর্থকরা পৌর কমিউনিটি সেন্টারে ইটপাটকেল ছুড়ে গ্লাস ও চেয়ার ভাঙচুর করে। এসময় উপস্থিত মসিউর সমর্থকরাও পাল্টা হামলা করে। এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে সংঘর্ষ চলাকালে সভাস্থলে বিশৃঙ্খলা শুরু হয় এবং মসিউর সমর্থকরা আসাদুজ্জামানের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল অবেদীন। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মন্জু, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ডু , কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান, কেন্দ্রীয় জাসাস সভাপতি মনির খান , সাবেক এমপি আব্দুল ওহাব, সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু, সহ সাংগঠনিক সম্পাদক অমিত প্রমুখ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ