নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউপি চেয়ারম্যান মাহাবুব রশীদ শামীমকে (৪০) আটক করেছে পুলিশ। বুধবার দুপুর সোয়া একটার দিকে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশন থেকে তাকে গ্রেফতার করেন।
মাহাবুব বেলকুচি উপজেলার সগুনা গ্রামের আব্দুস সালামের ছেলে ও উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি। এ ব্যাপারে বেলকুচি থানার উপ-পরিদর্শক নাজমুর সেখ জানান, ইউপি চেয়ারম্যান মাহাবুব রশীদ শামীমের বিরুদ্ধে নাশকতাসহ চারটি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। এ সকল মামলায় সে পলাতক ছিল। মাহাবুবকে বিকেলে আদালতে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৭/ওয়াসিফ