মাদারীপুর সদর উপজেলার ভদ্রখোলা গ্রামে বুধবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে বসতভিটা আগুন দিয়েছে প্রতিপক্ষ গ্রুপের লোকজন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার আব্দুল হক মুন্সির সঙ্গে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল একই গ্রামের শাহজাহান বেপারীর। বিরোধের জের ধরে বুধবার সকাল ১১টার দিকে শাহজাহান বেপারীর বসতঘরে প্রতিপক্ষের লোকজন আগুন ধরিয়ে দেয়।
পরে মাদারীপুর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বসতঘরের মূল্যবান আসবাবপত্র, টিভিসহ নিত্য প্রয়োজনীয় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে একটি রান্না ঘরও পুড়ে গেছে।
মাদারীপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত শাহজাহান বেপারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ওদের ভয়ে আমরা বাড়িতে থাকি না। বাড়িতে দীর্ঘদিন থেকে বিদ্যুৎ সংযোগ নেই। ওরা আমার বসত আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এর আগে লুটপাট করে মালামাল নিয়ে গিয়েছে। আমি এর বিচার চাই।
মাদারীপুর সদর থানার সেকেন্ড অফিসার ফায়েকুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/৩ মে, ২০১৭/ফারজানা