ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ী গ্রামে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১০জন আহত হয়েছে। সংঘর্ষের সময় বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। আহতের মধ্যে ৭জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বন্ধকী জমির টাকা ফেরৎ নেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহীম জামানের ভাই শমশের আলীর সাথে বেড়বাড়ী গ্রামের এলেম বিশ্বাসের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শমশের আলীকে মারপিট করা হয়। এ ঘটনায় গ্রামবাসি দুই গ্রুপে বিভক্ত হয়ে গ্রাম্য-অস্ত্রসস্ত্র নিয়ে হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে শমশের আলী, জামাল, এলেম, ওফা মিয়া, মিন্টু , সজিরননেছাসহ উভয় গ্রুপের ১০জন আহত হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যপারে সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার সংঘর্ষের ঘটনা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৭/ওয়াসিফ