বাস্তবায়নাধিন জামালপুর অর্থনৈতিক অঞ্চলের জন্য ভূমি অধিগ্রহণে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে জমির মালিকরা।
বুধবার সকালে জামালপুর সদরের সুলতান নগর এলাকায় এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বাস্তবায়নাধিন জামালপুর অর্থনৈতিক অঞ্চলের জন্য ৬টি মৌজার প্রায় ৫০০ একর জমি সরকার অধিগ্রহণ করে। ৬টি মৌজার মধ্যে মহাসড়ক থেকে অপেক্ষাকৃত দূরের দুটি মৌজায় শতাংশ প্রতি জমির দাম নির্ধারণ করে ৬৬ হাজার ১০২ টাকা। অথচ মহাসড়ক নিকটবর্তী সুলতান নগর ও রঘুনাথপুর মৌজার জমির দাম নির্ধারণ করা হয়েছে অর্ধেক ৩৩ হাজার ১৫ টাকা। এঅবস্থায় জমির ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। জমির ন্যায্য মূল্য না পেলে তারা জমি ছাড়বেন না বলে ঘোষণা দেন। পরে জমির মালিকরা সুলতাননগর সড়কে আধাঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করে।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৭/হিমেল