টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের মধ্যে চারজনেরই বাড়ি টাঙ্গাইলের গোপালপুর ও ধনবাড়ী উপজেলায়। নিহত পরিবারগুলোতে চলছে শোকের মাতম। শেষ বারের মত দেখতে ছুটে আসছেন স্বজনরা। নিহতের মধ্যে দুইজন ছিল পরিবারের একমাত্র আশার আলো।
সামনের মাসেই ডিগ্রি পরীক্ষা চন্দনের। পরীক্ষার প্রস্তুতি নিতে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বাড়িতে এলো চন্দনের প্রাণহীন দেহ। বাবা-মায়ের একমাত্র আশা ভরসা ছিল চন্দনকে ঘিরে।
এদিকে ধনবাড়ীর আব্দুর রহিম করতো চায়ের দোকান। তার সীমিত আয়ে চলতো পরিবারের সদস্যরা। তার মৃত্যুতে পরিবারের অন্য সদস্যরা চোখে অন্ধকার দেখছেন।
চন্দন ও রহিমের মত আসমা বেগম ও শান্তা বেগমের বাড়িতেও চলছে শোকের মাতম।
উল্লেখ্য, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে সাতজন নিহত হয়। এতে আহত হয়েছেন অন্তত ২৫জন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুণগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ