কিশোরগঞ্জে শিশু সাকিবুল হাসান টুটুল হত্যা মামলায় চার আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে আসামীদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আজ বুধবার জনাকীর্ণ আদালতে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আওলাদ হোসেন ভূঞা। দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন পাকুন্দিয়া উপজেলার চর কাওনা গ্রামের মো. ডালিম, সোহাগ মিয়া, দুলাল মিয়া ও আমিনুল হক।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার চর কাওনা গ্রামের কামাল উদ্দিন বাবুর একমাত্র ছেলে সাকিবুল হাসান টুটুলকে ২০১৪ সালের ১২ আগস্ট স্কুল থেকে অপহরণ করা হয়। স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল টুটুল। অপহরণের পর টুটুলের মা শাহনাজ নাজনিন ডলির মোবাইল ফোনে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে আসামীরা। মুক্তিপণ না পেয়ে আসামীরা টুটুলকে শ্বাসরোধে হত্যা করে লাশ গ্রামের পাশের একটি জঙ্গলে ফেলে রাখে।
এ ব্যাপারে টুটুলের বাবা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় মামলা করেন। পুলিশ প্রথমে দুলালকে গ্রেফতার করে। পরে পুলিশ অপর তিন আসামী ডালিম, সোহাগ ও আমিনুলকে গ্রেফতার করে। আসামীরা ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং তাদের দেখানো মতে লাশও উদ্ধার করা হয়।
মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন টুটুলের মা ও বাবা। তারা দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।
অপরদিকে, আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কাশেম অনু ন্যায় বিচার পাননি উল্লেখ করে আপিল করার কথা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/৩ মে, ২০১৭/ফারজানা