নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রাম গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে রাকিব হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের জামগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু রাকিব উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ওই গ্রামের কৃষক সিদ্দিকুর রহমানের ছেলে।
জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে শিশু রাকিব তার বাবার সাথে মাঠে ধান কাটা দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ধান কাটার এক পর্যায়ে পাশের জমির পরিত্যাক্ত গভীর নলকূপের গর্তের মধ্যে পড়ে যায় রাকিব। গর্ত থেকে তার চিৎকার শুনতে পেয়ে তার বাবা এগিয়ে আসে। সাথে সাথে সিদ্দিকুর ও স্থানীয়রা শিশু রাকিবকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে আত্রাই ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। পরে আত্রাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট শিশুটিকে উদ্ধার করে।
নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোরশেদ আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত (প্রায় ৩ ঘন্টা) চেষ্টা চালিয়ে গর্ত থেকে শিশু রাকিবকে উদ্ধার করা হয়। এরপর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি আরো বলেন, গভীর নলকূপের পাইপ উত্তোলন করার পর সৃষ্ট গর্ত মাটি দিয়ে ভরাট না করার কারণে এ ঘটনাটি ঘটেছে।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৭/হিমেল