বরিশালের হিজলায় উপজেলা সদরের আশ্রয়ন প্রকল্প এলাকায় গণউপদ্রব সৃষ্টির অভিযোগে তাসলিমা বেগম নামে এক নারীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রাশেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত তাকে এই দণ্ডাদেশ দেন। দণ্ড ঘোষণার পর তাকে কারাগারে প্রেরণ করেছে থানা পুলিশ। তাসলিমা ওই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী শুক্কুর দালালের স্ত্রী।
হিজলা থানার এসআই মহিউদ্দিন আহম্মেদ জানান, তাসলিমার অপকর্মে এলাকার মানুষজন অতিষ্ঠ। তিনি তার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকেও খারাপ পথে যেতে প্ররোচিত করেছেন। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এর আগে তাকে সতর্ক করে দিয়েছিলো পুলিশ। কিন্তু তিনি সংশোধন হননি। আজ ফের এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা সদরের আশ্রয়ণ প্রকল্পের বাসায় গিয়ে তাসলিমাকে আটক করে। পরে তাসলিমা গণউপদ্রব সৃষ্টির অভিযোগ স্বীকার করায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ড ঘোষণার পর তাকে বিশেষ ব্যবস্থায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে এসআই মহিউদ্দিন জানিয়েছেন।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৭/হিমেল