কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সম্পাদক ডা. দীপু মণি বলেছেন ‘বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে। আজকে শেখ হাসিনার মানুষের যে ক্ষমতায়নের সূত্র তা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নেই। জাতিসংঘ এই সূত্র গ্রহণ করেছে। সারা বিশ্বও শেখ হাসিনার এই সূত্র ব্যবহার করছে। বিশ্ব নেতৃত্বের একেবারে শীর্ষ নেতৃত্বে তিনি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রথম সম্মেলনে গাহি সাম্যেও গান মঞ্চে বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছাব্বির আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আপেল মাহমুদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, অ্যাডভোকেট মিজবাহ উদ্দীন সিরাজ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহিত উল আলম, ময়মনসিংহ মহানগর আ’লীগ সভাপতি এহতেশামুল আলমসহ প্রমুখ।
সম্মেলনে উদ্বোধক ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন। তবে সম্মেলনে নতুন কোনো কমিটি ঘোষিত হয়নি।
ডা. দীপু মনি আরো বলেন, ছাত্রলীগ করতে হলে বঙ্গবন্ধুর জীবন আদর্শ সম্পর্কে জানতে হবে। প্রধানমন্ত্রীর ভিশনকে দেশের মানুষের কাছে পৌছে দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে আহমদ হোসেন বলেন, ২০১৯ সালের শেষের দিকে নির্বাচন হবে। কিন্তু খালেদা জিয়া বলছেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবেনা। আবার নারায়ণগঞ্জ এবং কুমিল্লার নির্বাচনে ঠিকই গেলেন। আগামী নির্বাচন যেটা আসছে সেখানেও আসবেন, তবে পানি ঘোলা করে আসবেন।
তিনি বলেন, ঘরে বসে খালেদা জিয়া মাঝে মাঝে কথা বলেন। তিনি বললেন, হাওরে বন্যা হয়েছে। কিন্তু তিনি ঘরে বসে রয়েছেন। আবার দাবি করেন তিনি নাকী দেশপ্রেমী।
পরে বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আপেল মাহমুদের উদ্যোগে নির্মিত জয় বাংলা ভাস্কর্য উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন