ব্রিড আপগ্রেডেশন থ্রু প্রজেনী টেস্ট প্রকল্পের আওতায় খামারীর প্রনোদনার চেক ও কৃত্তিম প্রজনন সম্প্রসারণ প্রকল্পের আওতায় গাভী পালনকারী খামারীদের প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হলরুমে চেক বিতরণ ও প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, প্রাণী সম্পদ দপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক এ এইচ এম মনোয়ার হোসেন, পুলিশ সুপার আলী আহমেদ খান, জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা প্রমুখ।
অনুুষ্ঠানে ২৫জন খামারীকে প্রনোদনার চেক ও ৪০জন গাভী পালনকারী খামারীদের প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন