লালমনিরহাটের আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ি গ্রামে যৌতুক না পেয়ে রোখসানা (২৭) নামে এক গৃহবধূকে বেঁধে অমানুষিক নির্যাতন করেছে শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় বুধবার রাতে ওই গৃহবধূ থানায় মামলা দায়ের করেছেন। আহত রোখসানা আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ি গ্রামের হযরত আলীর স্ত্রী।
জানা যায়, ৫ বছর আগে ৫০ হাজার টাকা যৌতুক দিয়ে রোখসানার সঙ্গে বিয়ে হয় বড় কমলাবাড়ি গ্রামের জোবেদ আলীর ছেলে হযরত আলীর। বিয়ের ৩ বছর পর যৌতুক লোভী লম্পট আলী আরও ৫০ হাজার টাকার যৌতুক দাবি করেন। এ নিয়ে নির্যাতিত গৃহবধূ রোখসানা ইউপি চেয়াম্যানের কাছে বিচার দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে লম্পট স্বামী আলী ও তার মা নাজমা বেগম রোখসানাকে রশিতে বেঁধে লোহার রড দিয়ে মারধর করে ঘরে তালাবন্ধ করে রাখে।
পরে রাতে স্থানীয়দের সহায়তায় রোখসানাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় রাতেই ওই গৃহবধূ বাদী হয়ে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। আদিতমারী হাসপাতালে দায়িত্বরত নার্স জানান, গোপনাঙ্গসহ সারা শরীরে লোহার রডের আঘাতের চিহ্ন রয়েছে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার