সবজি এলাকা বলে পরিচিত ময়মনসিংহের ফুলপুর উপজেলার গোপ্তেরগাঁও গ্রামে প্রতি বছর প্রায় হাজার মেট্রিক টন সবজি উৎপাদিত হয়ে থাকে। এসব সবজি সিলেট, চট্টগ্রাম ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে পাঠানো হয়। গোপ্তেরগাঁয়ে ঢুকতে ব্রিজ ও যাতায়াত অব্যবস্থার কারণে কৃষক তাদের উৎপাদিত সবজি তথা বেগুন, লাউ, কুমড়া, শসা, সীম, কাঁচা মরিচ ইত্যাদি ফসলের ন্যায্য মূল্য পায় না। ন্যায্যমূল্য বঞ্চিত এসব কৃষকদের সম্প্রতি বাংলাদেশ ও ডেনমার্ক যৌথ উদ্যোগে আইএফএমসি’র অর্থায়নে সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট সংগঠনের মাধ্যমে কৃষি ও ব্যবসা শিখানো হচ্ছে। উৎপাদিত মাল নির্ধারিত একটি জায়গায় উঠিয়ে জমা করার পর ওখান থেকে পাইকাররা এসে নিয়ে যাবে অথবা নির্ধারিত ব্যবসায়ী প্রতিনিধি ফোনের মাধ্যমে আড়ৎদারদের সাথে যোগাযোগ করে মালামাল বিক্রি করবে। ব্যবসায়ী প্রতিনিধি ৪০ শতাংশ এবং অন্যরা ১০ শতাংশ হারে মাস বা সপ্তাহান্তে লভ্যাংশ বণ্টন করে নিবে।
এ বিষয়ে উপজেলার গোপ্তেরগাঁও ও মোকামিয়া গ্রামে কৃষক সংগঠন গড়ে ওঠেছে। গোপ্তেরগাঁও এলাকায় কৃষকদের কম্পোস্ট সার, ভার্মি কম্পোস্ট, মাল্টা চাষ ও সেক্স ফেরোম্যান কার্যক্রম শিক্ষা দিয়ে আইএফএমসি প্রকল্প’র প্রশংসা কুঁড়িয়েছেন ফুলপুর উপ সহকারী কৃষি কর্মকর্তা মমতাজ উদ্দিন। একই সঙ্গে কৃষি ও ব্যবসায় অগ্রগতি দেখেও সন্তোষ প্রকাশ করেন তারা। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সন্তোষপ্রকাশ করেন পরিদর্শন করতে আসা টিম।
এই টিমে উপস্থিত ছিলেন প্রজেক্ট ডিরেক্টর (পিডি) ড. আবু ওয়ালি রাগিব হাসান, ডিপিডি মৃত্যুঞ্জয় রায়, এপিডি উৎপল রায়, সিনিয়র উপদেষ্টা হেনরিক স্ট্রোহ, ন্যাশনাল এডভাইজার কাজী গিয়াস উদ্দিন, ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুন নূর, ময়মনসিংহের আরআইইউ ড. জেসি পণ্ডিত, আরটিসি কাজল কুমার বসাক, এসএমএস আজিজুল হক, আইডিও কামরুল আহসান, এমএফ (এল) খুরশেদ আলম, এমএফ (এফ) পলাশ কুমার চক্রবর্তী, এম অ্যান্ড ই অফিসার রফিকুল ইসলাম, চীফ কমিউনিটি ইমপাওয়ারমেন্ট বিপ্লব চাকমা, রাঙ্গামাটি জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য্য চাকমা, টেকনিশিয়ান কো-অর্ডিনেটর ফিরোজ ফয়সাল আহম্মেদ, খাগড়াছড়ি জেলার এফএফএস এক্সপার্ট মিক্সন চাকমা, মাস্টার ট্রেইনার সুবরান চাকমা ও মেহেদী হাসান, জেলা এফএফএস এক্সপার্ট নাজিম উদ্দিন, মাস্টার ট্রেইনার নুসরাত শারমীন নিতু, মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অফিসার মাউং চিং নূ, মাস্টার ট্রেইনার সুপর্ণ দেওয়ান ও মিহির চাকমা প্রমুখ।
এ সময় ফুলপুর উপজেলা কৃষি অফিসার সুকল্প দাস, উপসহকারী কৃষি অফিসার মমতাজ উদ্দিন, গোপ্তেরগাঁও কৃষক সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহেদ আলী, সহসভাপতি তাছলিমা খাতুন, কোষাধ্যক্ষ আলেয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৭/মাহবুব