চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকার একটি গ্যারেজ থেকে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের দুইটি বিলাসবহুল মার্সিডিজ গাড়ি আটক করা হয়েছে। বুধবার রাতে অভিযান চালিয়ে কার অ্যান্ড সার্ভিস সেন্টার থেকে গাড়ি দুইটি আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্যারেজ থেকে একটি মার্সিডিজ জিপ ও একটি মার্সিডিজ কার আটক করা হয়েছে। গাড়ি দুইটি ভুয়া রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চলাচল করা হয়েছিল। মার্সিডিজ জিপটির মালিক বিশ্বজিৎ নামে এক ব্যক্তি এবং কারের মালিক যুবরাজ। তারা সার্ভিসিং এর জন্য গাড়ি দুইটি গ্যারেজে দিয়ে গেছেন বলে জানিয়েছে গ্যারেজ মালিক জামশেদ।
অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রাম কাস্টমস হাউসের মাধ্যমে গাড়ি দুইটি কারনেট সুবিধায় চট্টগ্রামে আনেন লন্ডন প্রবাসী মোহাম্মদ মনছুর আলী ও মোহাম্মদ আশরাফুল ইসলাম নামে দুই ব্যক্তি। ফেরত নিয়ে যাওয়ার শর্তে শুল্কমুক্তভাবে গাড়ি দুইটি আমদানি করেন তারা। পরে গাড়ি দুটো ফেরত নিয়ে যাননি।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, গাড়ি ফেরত না নেওয়ায় প্রযোজ্য শুল্ক কর বঞ্চিত হয়েছে সরকার। শুল্ক গোয়েন্দার সাম্প্রতিক অভিযানের ফলে গাড়ির মালিকরা সার্ভিসিং এর নাম করে গ্যারেজে ফেলে গেছে বলে ধারাণা করা হচ্ছে।
শুল্কসহ গাড়ি দুইটির বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা। বুধবার অভিযান পরিচালনা করা হলেও প্রয়োজনীয় অনুসন্ধান শেষে বৃহস্পতিবার গাড়ি দুইটি জব্দ দেখানো হয়।
বিডি প্রতিদিন/ ০৩ মে ২০১৭/আরাফাত