বাগেরহাটের কচুয়ায় গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক টেইলার্সের মালিককে আটক করেছে থানা পুলিশ।
বুধবার রাতে উপজেলার সোনাকান্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইমরান হোসেন বাবু মোল্লা(২৭) কচুয়া উপজেলার সোনাকান্দর গ্রামের আকুব্বর মোল্লার ছেলে ও গজালিয়া বাজারের একটি টেইলার্স দোকানের মালিক।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, গৃহবধূকে মঙ্গলবার রাতে কয়েক যুবক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় গৃহবধূর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে লম্পটরা পালিয়ে যায়। এই অভিযোগে ওই গৃহবধূ বুধবার রাতে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে টেইলার্সের মালিক ইমরান হোসেন বাবু মোল্লাকে আটক করে। অপর আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/ ৪ মে, ২০১৭/ই-জাহান