মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা থেকে স্বপ্না রানী রাজবংশী (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোর রাতে নিজ বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। স্বপ্না রানী রাজবংশী উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া এলাকার কমল চন্দ্র রাজবংশীর মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
থানা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে একই কক্ষে ঘুমাতে যায় স্বপ্না। কিন্তু পরিবারের লোকজন ভোরে ঘুম থেকে উঠে তাকে আর খুঁজে পায়নি। পরে পাশের কক্ষে গেলে স্বপ্নার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠান।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন লাশটি ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে হয়েছে।
বিডি প্রতিদিন/৩১ মে ২০১৭/হিমেল