গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কুলথুন ও পুনশহি এলাকা থেকে ২শ' ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ মে) দিনগত রাতে তাদের আটক করা হয়। এরা হলেন, আলমগীর (৩৮) ও ফাইজুল্লা (৪০)।
আটক আলমগীর কালীগঞ্জ উপজেলার কাউলিতা এলাকার কাদের মিয়ার ছেলে ও ফাইজুল্লা পুনশহি এলাকার শুকুর আলীর ছেলে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার জানান, কালীগঞ্জ উপজেলার কুলথুন এলাকায় অভিযান চালিয়ে আলমগীরকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২শ' পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে পুনশহি এলাকায অভিযান চালিয়ে ফাইজুল্লাকে ৫৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/৩১ মে ২০১৭/হিমেল