নাটোরের নলডাঙ্গা উপজেলার সেনভাগ উত্তর পাড়া থেকে তোফাজ্জল হোসেন ওরফে তজিবর রহমান (৬২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ। আজ সকাল ৯টার দিকে তজিবরের বসতঘর থেকেই তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় তার স্ত্রী ফরিদা বেগমকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, তজিবর রাতে চিনি আর ছাতু খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে তার মৃত্যু হয়। তজিবর মারা যাওয়ার পর তার স্ত্রী ফরিদা বাড়ি থেকে পালিয় যাচ্ছিলেন। এতে তজিবরকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ হওয়ায় তার স্বজন ও প্রতিবশীরা ফরিদাকে আটক করে বেঁধে মারধর করেন।
খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। আর ফরিদাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় মৃত ব্যক্তির ছোট ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে মামলা করেছেন।
বিডি প্রতিদিন/৩১ মে ২০১৭/হিমেল