ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর খানখানাপুর ছোটব্রিজ এলাকা সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে।
এতে ৩ সন্দেহভাজন ডাকাতকে অাটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো, পটুয়াখালী জেলার দশমিনা থানার আলীপারা গ্রামের আব্দুল আলী মৃধার ছেলে আল-আমিন ও সুমন। অপর ব্যক্তির কোনো নাম পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, গতরাতে খানখানাপুর ছোটব্রিজ এলাকায় মহাসড়কে একটি গাছ ফেলে ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত। এ ঘটনার পর স্থানীয়দের চিৎকারে আশে পাশের লোকজন ও পুলিশের ধাওয়া খেয়ে পাশের একটি পাটক্ষেতে পালিয়ে যায় ডাকাত সদস্যরা। এতে বাসের যাত্রীদের সন্দেহ অনুযায়ী রাতেই এক যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
খানখানাপুর হাইওয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিজানুর রহমান জানান, বুধবার সকালে খানখানাপুর ছোটব্রিজ এলাকায় দুইজন অপরিচিত লোককে সন্দেহ জনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ পাটক্ষেতের মধ্যে থেকে ওই দুজনকে আটক করে রাজবাড়ী থানায় নিয়ে আসে।
বিডি প্রতিদিন/৩১ মে ২০১৭/হিমেল