সরকারি কোয়ার্টারে থাকলেও গত ১৫ মাস ধরে কোন ভাড়া দেন না ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস। এ নিয়ে চরভদ্রাসন উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারিদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। একাধিক সরকারি কর্মকর্তা জানান, জাহিদুল ইসলাম বিশ্বাসের 'খুঁটি'র জোর অনেক, তাই তিনি কোন ভাড়া প্রদান করেন না। তাকে দেখে মনে হয় তিনি যেন মগের মুল্লুকে বসবাস করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে চরভদ্রাসন উপজেলায় কৃষি কর্মকর্তা হিসাবে যোগ দেন জাহিদুল ইসলাম বিশ্বাস। উপজেলার ১ম শ্রেণির সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত ‘তটিনি’ ভবনে তিনি বসবাস শুরু করেন। কোন প্রকার বরাদ্দ ছাড়াই তিনি সেখানে বসবাস করছেন। দীর্ঘদিন ধরে সরকারি ভবনে থেকে ভাড়া না দেবার বিষয়টি এক প্রকার গোপনই ছিল। কিন্তু মে মাসের উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় সরকারি ভবন বরাদ্দের বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখান থেকেই ফাঁস হয় ভাড়া না দিয়ে থাকার বিষয়টি।
ভাড়া না দেবার কথা স্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, আমার নামে কোন বাসা বরাদ্দ নেই। যোগদানের পর ডরমেটরিতে একটি সিট বরাদ্দ চেয়েছিলাম। কোন সিট না থাকায় আমি খালি থাকা ‘তটিনি’ ভবনের একটি রুমে থাকতে শুরু করি। তিনি দাবি করে বলেন, বরাদ্দ ছাড়া আমি একাই সেখানে থাকিনা, আমার সাথে আরও দুই সরকারি কর্মকর্তাও থাকেন। এটা কোন সমস্যা নয় জানিয়ে জাহিদুল ইসলাম আরো বলেন, আমি সরকারের সকল টাকা পরিশোধ করলেই তো ঝামেলা মিটে যাবে।
উপজেলা পরিষদের বাসা বরাদ্দ কমিটির সদস্য সচিব নূর মোহাম্মদ মোল্যা জানান, বিষয়টি আমার জানা নেই। কমিটির অন্য সদস্যদের সাথে কথা বলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/৩১ মে ২০১৭/হিমেল