সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে মোটরসাইকেল ও ইয়াবাসহ বাবু হোসেন (২৬), আবু সালাম (৩২) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের ঝিকরা গ্রামের চৌরাস্তা মোড় থেকে তাদের আটক করা হয়।
আটক বাবু হোসেন সাতক্ষীরা জেলার সদর থানার ঘরচালা গ্রামের পীরবক্সের ছেলে ও আবু সালাম একই এলাকার মৃত রইস উদ্দিন মোড়লেন ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবু ও সালাম নামের দু'জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে বাবুর প্যান্টের পকেট থেকে ৬ পিস ইয়াবা ও আবু সালামের পকেট থেকে ৪ পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনার আটক দু'জনের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও ওসি জানান।
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৭/মাহবুব