ফেনীতে র্যাব পরিচয়ে তুলে নেয়ার তিন বছরেও সন্ধান না পাওয়ায় যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের পরিবার মানববন্ধন করেছে। বুধবার দুপুরে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ওয়াপদা কলোনী এলাকায় মানববন্ধনে রিপনের সন্ধান দাবি করে স্বজনরা।
মানববন্ধনে রিপনের মা রৌশন আরা, দুই শিশু সন্তান, রিপনের ভাই, চাচা, পরিবারের স্বজনসহ শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করে। মানববন্ধন থেকে রিপনের সন্ধানের জন্য প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেছে পরিবারে স্বজনরা।
উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মার্চ রাতে শহরের পাঠান বাড়ি রোডস্থ একটি ঘর থেকে রিপনকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় রিপনের মা অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলেও মামলার কার্যক্রম স্থগিত রয়েছে।
বিডি প্রতিদিন/৩১ মে ২০১৭/হিমেল